Main Menu

নবীনগরে ১৮দলীয় জোটের উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

+100%-

এস এ রুবেল // কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা ১৮দলীয় জোটের উদ্দ্যোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সমবায় মার্কেটের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মলাই মিয়া, মাসুদুল ইসলাম মাসুদ, নাজমুল করিম, ওবায়দুল হক লিটন, মফিজুর রহমান মুকুল, আশরাফ হোসেন রাজু, আমীর হোসেন, রাশেদুল হক, হযরত আলী প্রমুখ। প্রধান অথিতির বক্তব্য আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেন বলেন, নিরপেক্ষ নিরদলীয় সরকারের দাবী আদায় করার লক্ষে ঘরে ঘরে দূর্গ গড়ে তুলুন। ১৮ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া যখন যে নির্দেশ দিবে সেই নির্দেশ পালনের জন্য আজ থেকে তৈরি থাকবেন । তিনি আরো বলেন, এই দেশে এক দলীয় নির্বাচন করতে দেওয়া হবেনা। সভায় জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ কেন্দ্রীয় সকল আটক নেতাদের নিঃশর্ত মুক্তি দাবী করা হয়।


Shares