Main Menu

নবীনগরে মাছের পোনা অবমুক্ত

+100%-


এস.এ.রুবেল //  বৃহস্পতিবার সকালে  ১ লক্ষ ৯৯ হাজার টাকার পোনা মাছ অবমুক্ত করেন নবীনগর উপজেলা মৎস্য অধিদপ্তর। হাউড় অঞ্চলের মৎস্য চাষ প্রকল্পের কর্মসূচীর অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মৎস্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ কুমার সিংহ পোনা মাছ অবমুক্ত করেন । এ সময় উপস্থিত ছিলেন, মৎস অধিদপ্তরের এসিসটেন্ট ডিরেক্টর খন্দকার লিটন মাহাবুব, ফাইনান্স ম্যানেজার মো: আবদুল হাই, উপজেলা মৎস অফিসার মো: এনায়েত হোসেন চৌধুরী, সম্প্রসারণ কর্মকর্তা রওনক জাহান, সহকারী মৎস কর্মকর্তা মো: মোবারক হোসেন, ক্ষেত্র সহকারী মো: আবু তাহের সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।


Shares