Main Menu

নবীনগরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

+100%-

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার সলিমগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার সলিমগঞ্জ বাজারে একটি চক্র দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করে আসছিল। বৃহস্পতিবার তিতাস মৎস্য আড়তে রন দাস পিরানহা মাছ বিক্রি করার সময় সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাড়ির এটিএস শাহাদাৎ হোসাইন অভিযান চালায়। এসময় মাছ বিক্রেতা রন দাস পালিয়ে যায় এবং প্রায় ২মন মাছ ও তাঁর ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা জব্দ করে।
এবিষয়ে সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান জানান, ‘নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করায় মামলা করার প্রস্তুতি চলছে।’


Shares