Main Menu

স্কুল ছাত্রী মনি হত্যার বিচারের দাবীতে নবীনগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

+100%-


এস.এ.রুবেল :  নবীনগর উপজেলার ভোলাচং উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মনি দেব(১৫) হত্যার বিচারের দাবীতে রবিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। দুপুরে বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীর একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিন করেন। মিছিল শেষে নবীনগর -কোম্পানিগঞ্জ সড়কের ভোলাচং বাস স্টেন্ডে হাতে হাত রেখে মানব বন্ধন রচনা করেন তারা । মানববন্ধনে সহপাঠী মনি হত্যার সাথে সংশ্লিষ্ট সবার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করা হয়।

উল্লেক্ষ্য গত শুক্রবার গাছ কাটার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন হন স্কুল ছাত্রী মনি।


Shares