Main Menu

বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ খুবই উজ্বল ..বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদুত

+100%-

মনিরুজ্জামান পলাশ, নবীনগর থেকে ফিরে : বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদুত লুইস টেজেডা চ্যাকন বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ খুবই উজ্বল। দেশের চলমান রাজনৈতিক অচল অবস্থা সমন্ধে তিনি বলেন, আমরা আশা করছি সরকার এবং বিরোধী দল দু’পক্ষই আলোচনায় বসবে।

 

তিনি সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতিসংঘের সহায়তাকারী প্রতিষ্ঠান ইফাদ ও স্পেনর অর্থায়নে প্রকল্প পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের একথা বলেন। স্পেন বাংলাদেশে হাওর অঞ্চলের উন্নয়নে দারিদ্র বিমোচন প্রকল্প বাস্তবায়নে প্রায় আড়াইশ কোটি টাকা বরাদ্ধ দিয়েছে। দেশের ২৮টি উপজেলায় এ প্রকল্প চালু রয়েছে। ইফাদ এ প্রকল্পগুলোতে সাড়ে ৯শ কোটি টাকা অর্থ দিয়েছেন। স্পেনের রাষ্ট্রদুত, চীন, ইতালী সহ বাংলাদেশ প্রতিনিধি দলের সমন্নয়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যন্ত অঞ্চল নবীনগর উপজেলার বগডহর গ্রামে রিক্সা আসেন। তিনি স্পেনের দেয়া প্রকল্প স্বচে ঘুরে দেখেন। প্রকল্প পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন। এসময় স্থানীয় সংসদ সদস্য শাহ জিকরুল আহমেদ খোকন, নবীনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, এলজিইডির প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান, ব্রানবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজাদ সালাল সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






Shares