Main Menu

নবীনগরে ‘উদ্যমী সম্মাননা’ প্রদান

+100%-
নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সোহাতা গ্রামে স্থানীয় গুঞ্জন পাঠাগারের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১২.০৪.১৩) তিনজনকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। ব্যতিক্রমী ওই অনুষ্ঠানে ‘উদ্যমী অভিভাবক’ হিসেবে এলাকার প্রাক্তন প্রধান শিক্ষক আবদুল করিম মাস্টার, ‘উদ্যমী শিক্ষক’ হিসেবে বিএসসি শিক্ষক শাহজাহান মিয়া (শারীরিক প্রতিবন্দী) ও ‘উদ্যমী ছাত্র’ হিসেবে মেধাবী ছাত্র শুক্কুর আলীকে (শারীরিক প্রতিবন্দ্বী) এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক বিশিষ্ট সংস্কৃতজন বিমল কান্তি গুহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধিত ব্যক্তিদের হাতে ‘উদ্যমী সম্মাননা’ ক্রেষ্ট তুলে দেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংস্কৃতিক সংগঠন মননের পরিচালক কৃষিবিদ শহীদুল হক। পাঠাগারের উপদেষ্টা দেবু প্রসাদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন প্রথম আলো ও এবিসি রেডিও প্রতিনিধি  সংস্কৃতকর্মী গৌরাঙ্গ দেবনাথ অপু। এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন  সহকারি অধ্যাপক অজয় ভূষণ কর্মকার, প্রভাষক মোকারম হোসেন, সাইবার ডিজিটালের কর্ণধার মো. রবীন প্রমুখ। এতে স্বাগত বক্তব্য দেন পাঠাগারের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান স্বপন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংস্কৃতসেবী ও শিক্ষক পার্থ চক্রবর্তী। এর আগে অতিথিবৃন্দ পাঠাগারস্থলে পৌঁছলে পাঠাগারের ছোট্ট শিশুরা ফুল ছিটিয়ে অতিথিদের স্বাগত জানায়।

bexbM‡i ÔD`¨gx m¤§vbbvÕ cÖ`vb

bexbMi (eªvþYevwoqv) cÖwZwbwa

eªvþYevwoqvi bexbMi Dc‡Rjvi †mvnvZv MÖv‡g ¯’vbxq ¸Äb cvVvMv‡ii beg cÖwZôvevwl©Kx Dcj‡ÿ ïµevi (12.04.13) wZbRb‡K ¸YxRb msea©bv †`Iqv nq| e¨wZµgx IB Abyôv‡b ÔD`¨gx AwffveKÕ wn‡m‡e GjvKvi cÖv³b cÖavb wkÿK Ave`yj Kwig gv÷vi, ÔD`¨gx wkÿKÕ wn‡m‡e weGmwm wkÿK kvnRvnvb wgqv (kvixwiK cÖwZe›`x) I ÔD`¨gx QvÎÕ wn‡m‡e †gavex QvÎ ï°zi Avjx‡K (kvixwiK cÖwZe›Øx) G msea©bv cÖ`vb Kiv nq| Abyôv‡b bexbMi cvBjU D”P we`¨vj‡qi evsjv wefv‡Mi wmwbqi wkÿK wewkó ms¯‹…ZRb wegj KvwšÍ ¸n cÖavb AwZw_ wn‡m‡e Dcw¯’Z †_‡K msewa©Z e¨w³‡`i nv‡Z ÔD`¨gx m¤§vbbvÕ †µó Zz‡j †`b| Abyôv‡bi D‡Øvab K‡ib mvs¯‹…wZK msMVb gb‡bi cwiPvjK K…wlwe` knx`yj nK| cvVvMv‡ii Dc‡`óv †`ey cÖmv` miKv‡ii mfvcwZ‡Z¡ Abyôv‡bi cÖavb Av‡jvPK wQ‡jb cÖ_g Av‡jv I Gwewm †iwWI cÖwZwbwa  ms¯‹…ZKg©x †MŠiv½ †`ebv_ Acy| G‡Z Ab¨v‡b¨i g‡a¨ Av‡jvPbvq Ask †bb  mnKvwi Aa¨vcK ARq f‚lY Kg©Kvi, cÖfvlK †gvKvig †nv‡mb, mvBevi wWwRUv‡ji KY©avi †gv. iexb cÖgyL| G‡Z ¯^vMZ e³e¨ †`b cvVvMv‡ii cÖwZôvZv nvweeyi ingvb ¯^cb| AbyôvbwU Dc¯’vcbv K‡ib ms¯‹…Z‡mex I wkÿK cv_© PµeZ©x| Gi Av‡M AwZw_e„›` cvVvMvi¯’‡j †cuŠQ‡j cvVvMv‡ii †QvÆ wkïiv dzj wQwU‡q AwZw_‡`i ¯^vMZ Rvbvq|






Shares