Main Menu

নবীনগরে আবারও স্পীডবোট দূর্ঘটনা,এবার সাব রেজিস্ট্রার আহত

+100%-

এস.এ.রুবেল : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিতাস নদীতে আবারও এক স্পীডবোট দূর্ঘটনায় এক সরকারি কর্মকর্তা আহত হয়েছেন। তিনি হলেন উপজেলা সাব রেজিস্ট্রার মো. রমজান আলী (৪২)। তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, নবীনগর লঞ্চঘাট থেকে একটি যাত্রীবাহী স্পীডবোট রোববার বিকেল পাঁচটার দিকে ছেড়ে ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছিল। কিন্তু ছাড়ার কিছুক্ষণের মধ্যেই গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চঘাটের অদূরে দীর্ঘদিন ধরে ড্রেজিংয়ের অভাবে মারাত্মকভাবে সরু গয়ে যাওয়া তিতাস নদীতে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলারের সঙ্গে স্পীডবোটটির মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে কয়েকজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে উপজেলা সাব রেজিস্ট্রারকে ঢাকায় প্রেরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.ন.ম নাজিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রসংগত, গত ৩১ ডিসেম্বর তিতাস নদীর একই স্থানে দুটি স্পীডবোটের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হন।






Shares