Main Menu

নবীনগরে কড়া পুলিশী প্রহরায় আ.লীগের কার্যকরি কমিটির সভা, ৮ মার্চ সম্মেলন !

+100%-

এস.এ.রুবেল : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সভায় দীর্ঘ প্রায় এক যুগ পর আগামি ৮ মার্চ আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত  নেওয়া হয়েছে।  শুক্রবার (১৫.০২.১৩) নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে প্রচুর সংখ্যক পুলিশের উপস্থিতিতে কড়া নিরাপত্তায় দ্বিধাবিভক্ত উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এম এ হালিম। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাংসদ র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী।
কার্যকরি কমিটির সভা শুরুর আগে উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের দাবিতে সদরে দ্বিধাবিভক্ত আওয়ামীলীগের নেতাকর্মীরা ঘন ঘন খন্ড খন্ড মিছিল বের করে। এ সময় সংঘর্ষের আশংকায় সেখানে অতিরিক্ত দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়। তবে সম্মেলন স্থলে কার্যনির্বাহী কমিটির সদস্য ছাড়া কাউকেই ঢুকতে দেয়নি পুলিশ। এতে উপস্থিত শত শত নেতাকর্মীদের মাঝে প্রচন্ড উত্তেজনা দেখা দেয়।  
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক বোরহানউদ্দিন আহমেদ বলেন,‘সভায় সর্বস্মতভাবে আগামি ৮ মার্চ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া করা হয়। তবে এ সভায় উপজেলার ২১ টি ইউনিয়ন কমিটির ১৭ টির অনুমোদন ও ৪ টি ইউনিয়ন কমিটি আলোচনার মাধ্যমে পূর্নবিবেচনারও সিদ্ধান্ত গৃহীত হয়।’
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর বলেন,‘সংঘাত এড়াতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নেতৃবৃন্দের নির্দেশেই সভাস্থলে কাউকে ঢুকতে দেয়া হয়নি।’ তবে  সভাস্থলে প্রায় ৫০ জন অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল বলে তিনি স্বীকার করেন।






Shares