Main Menu

নবীনগরে এক ব্যাক্তির লিঙ্গ কর্তন

+100%-
এস.এ.রুবেল :  নবীনগরে  কয়েস নামের এক যুবক নিজেই নিজের লিঙ্গ কর্তন করে  এখন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।সূত্র জানায়, আজ ২৯/৪ সকালে থানার ইব্রাহিমপুর (বাঁশবাজার সংলগ্ন) গ্রামের কয়েস আহম্মদ(৪০) নিজে নিজেই ব্লেড দিয়ে নিজের লিঙ্গ কেটে ফেলে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসকগন আহতকে  কুমিল্লাতে পাঠানোর পরামর্শ দেন।
প্রত্যক্ষ্য দর্শীরা জানান, কয়েস আহম্মদের মস্তিশক্য বিকৃত হওয়ার কারনে এ ঘটনা ঘটাতে পারেন বলে মনে করছেন।

 


Shares