Main Menu

নবীনগরে মানসম্মত শিক্ষা বিষয়ে স্কুল বির্তক প্রতিযোগীতা

+100%-

এস এ রুবেল//  ব্র্যাকের ‘মানসম্মত শিক্ষা’ কর্মসুচী-৩ বে-সরকারী মাধ্যামিক স্কুল বির্তক প্রতিযোগীতা’-২০১২ এর আওতায়  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বে-সরকারী মাধ্যমিক স্কুল পর্যায়ে ‘মান সম্মত শিা অর্জনে পাঠ্যপুস্তকের ভূমিকাই মূখ্য’ এই বিষয়ের উপর বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় । গতকাল রবিবার উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নে নবীপুর গ্রামে সাতগাঁও উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের নবীনগর এরিয়ায় ব্রাহ্মণবাড়িয়ার জেলার কসবা ও নবীনগর উপজেলার মোট ৩৮ টি স্কুল এ প্রতিযোগীতায় অংশ নেয় । গতকাল প্রথম পর্বে সাতগাঁও উচ্চ বিদ্যালয়, লাপাং উচ্চ বিদ্যালয়, গোপালপুর উচ্চ বিদ্যালয়, উত্তর লপিুর উচ্চ বিদ্যালয়, কৃষ্ণনগর আবদুল জাব্বার উচ্চ বিদ্যালয়, ভোলাচং উচ্চ বিদ্যালয়, রসুলাবাদ ইউ এ খান উচ্চ বিদ্যালয় অংশ নেয় । এ বির্তক প্রতিযোগীতার বিচারক মন্ডলী ছিলেন ব্যাকের প্রোগ্রাম সুবল চন্দ্র ঘোষ, ইয়াকুব আলী ভূইয়, মোঃ গিয়াসউদ্দিন , পার্থ চক্রবতী, আবদুল কাদির, গোলাম মোস্তফা, ডাঃ নজরুল ইসলাম, নূরে আলম বিপব, মোসাম্মৎ শাহনাজ , মনির হোসেন ও সেলিম পারভেজ । এতে ভোলাচং উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অধিকার করে।


Shares