Main Menu

লবণের মূল্য বৃদ্ধির গুজব ঠেকাতে নবীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: লবণের মূল্য বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বেশি পরিমাণে লবণ কেনার হিড়িক পড়ে যায়। সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ও লোকমুখে রটে যায় লবণের দাম বাড়ছে। এর পরই ভোক্তারা অধিক পরিমাণে লবণ কিনতে শুরু করেন। পাড়া-মহল্লার দোকানগুলোতে লবণ বিক্রি বেড়ে যায়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার বাজারের দোকানগুলোতে লবণ কিনতে লোকজন ভিড় করেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত অনেককে দুই থেকে পাঁচ কেজি পর্যন্ত লবণ কিনে বাসায় ফিরতে দেখা যায়।

এদিকে গুজব নিয়ন্ত্রণে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানোর কয়েক মিনিটের মধ্যে বাজারের পরিস্থিতি বদলে যেতে শুরু করে। এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম সাংবাদিকদের জানান, গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নবীনগরে বিভিন্ন হাট-বাজারের ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে কথা বলে তাদের জানিয়ে দিয়েছি, লবণের দাম বাড়েনি। কেউ লবণের দাম নিয়ে কারসাজি যাতে না করেন। এরপরও কোনও ব্যবসায়ী গুজবে কান দিয়ে কারসাজি করলে কঠোর হস্তে দমন করা হবে।’



« (পূর্বের সংবাদ)



Shares