Main Menu

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন নবীনগের সুজনের অনুষ্ঠানে এক মঞ্চে ৯ প্রার্থী

+100%-

নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ৯ জন প্রার্থীকে জনতার মুখোমুখি করেছে। গত রবিবার সন্ধ্যায় সাতটার দিকে উপজেলা সমবায় সুপার মার্কেট চত্বরে সুষ্ঠু,শান্তিপূর্ণ ও গ্রহনযাগ্য নির্বাচন আহবানে ‘জনগণের মুখোমুখি’ নামক এ অনুষ্ঠানের আয়োজন করে।
ব্রাহ্মবাড়িয়া-৫ (নবীনগর) আসনে একাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া সুজনের অনুষ্ঠানে উপস্থিত ৯ প্রার্থী এক মঞ্চে দাঁড়িয়ে অঙ্গীকার বাস্তবায়নের শপথ করেছেন। জানা গেছে, ‘জনগণের মুখোমুখি’ নামক এ অনুষ্ঠানে আওয়ামীলীগ মনোনীত মহাজোট প্রার্থী মোহাম্মদ এবাদুল করিম, বিএনপি মনোনীত ঐক্যফ্রন্টের প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস, জাসদ (ইনু) মনোনিত মহাজোট প্রার্থী শাহ জিকরুল আহমেদ, ইসলামী ঐকজোট প্রার্থী মেহেদী হাসান, সিপিবি প্রার্থী শাহিন খান, জাকের পার্টির প্রার্থী রশিদ উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী উসমান গনি, বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী তানভীর মনিরুল ইসলাম, বাংলাদেশ মুসলিমলীগের প্রার্থী এ কে এম আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত নয় প্রার্থী বিভিন্ন প্রতিশ্রুতির কথা বলেন। জনগণের বিভিন্ন প্রশ্নের উওর দেন তাঁরা। তবে অনুষ্ঠানে জাপার (এরশাদ) প্রার্থী কাজী মো. মামুনুর রশিদ (লাঙল) অনুপস্থিত ছিলেন। সুজনের উপজেলা কমিটির সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল হালিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সুজনের সাধারণ সম্পাদক এ কে এম শিভলী ও কোষাদক্ষ মিজানুর রহমান, উপজেলা সুজনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল প্রমুখ।

জেলা সুজনের সাধারণ সম্পাদক এ কে এম শিভলী বলেন, নির্বাচনের পরও এলাকার উন্নয়নে সকল প্রার্থী হাতে হাত রেখে একত্র হয়ে কাজ করবে, ভোট কিনবে না, ভোটে অরাজকতা সৃষ্টি করবে না, মাদক, সন্ত্রাস, দুর্নীতিবাজ, নারী নির্যাতনকারী,ভূমি দখলকারী ঋণখেলাপীসহ এমন ২০টি অঙ্গীকারনামার সঙ্গে একমত হয়ে উপস্থিত প্রার্থীরা একমত হন এবং হাতে হাত মিলিয়ে অঙ্গীকারনামা বাস্তবায়নের শপথ নেন। উপস্থিত ভোটাররাও সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার শপথ নেন।






Shares