Main Menu

ব্রাক্ষণবাড়ীয়ায় তিতাস নদীর উপর নির্মিত হচ্ছে সার্জেন্ট মুজিবুর রহমান সেতু

+100%-

DSC01280আমিনুল ইসলাম//নবীনগর তথা পশ্চিমাঅঞ্চলে জনগনের দীর্ঘ দিনের প্রানের দাবি আজ বাস্তবায়নের পথে।স্থানীয় সাংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এম,পির অক্লান্ত প্রচেষ্টায় অবশেষে ব্রাক্ষণবাড়ীয়া জেলা সদরের সাথে নবীনগর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ অন্যতম সেতু “আমিনপুর-রসুলপুর”(মরহুম সার্জেন্ট মজিবুর রহমান সেতু) টি এখন নির্মান কাজ চলিতেছে।গত বছরের ২৬ শে জুলাই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।৫৭৫ মিটার দীর্ঘ এই সেতুটি নির্মান ব্যায় ধরা হয়েছে ৩২ কোটি ৬৮ লক্ষ টাকা।স্থানীয় সরকার প্রকৌশল মন্ত্রনালয় (এল,জি,ই,ডি) সেতুটি বাস্তবায়ন করবে।প্রজেক্টর দায়িত্তে মোঃনজরুল ইসলাম জানিয়েছেন সেতুটি ১৮ মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে।

সেতুটি নির্মান শুরুতেই উৎসাহ অামেজ বিরাজ করছে নবীনগর ও সর্বস্থরের জনগনের।-এ সেতুটি নির্মিত হলে আমিনপুর থেকে নবীনগর পর্যন্ত অল্প সময়ে মধ্যে যাতায়াত করতে ও যাএী সেবা নিশ্চিত করতে পারবো।

রুসুলপুরের প্রবীন মুরুব্বি মোঃসাদেক মিয়া জানান-দীর্ঘ দিন যাবত সেতুটি নির্মিত হবে শুনতেছি কিন্তু আজ যখন চোঁখের পলকে নির্মান কাজ দেখতেছি অনেক ভাল লাগতেছে মৃত্যুর শেষ মুহুর্তে যে কাজ দেখে যাচ্ছি।






Shares