Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান অধ্যাপক ড.কামাল উদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ

+100%-

Untitled-16আমিনুল ইসলাম,নিজস্ব প্রতিবেদকঃ:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে দ্বিতীয়বারের মতো যোগদান করেছেন ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১৪(১) ধারা মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনকে এই পদে নিয়োগ প্রদান করেছেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ৬ জুন ২০১২ তারিখে প্রথমবার কোষাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.আ ম স আরেফিন সিদ্দিক দ্বিতীয়বার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করায় অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, তিনি নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের (বড়াইল বেপারী বাড়ি) মোঃনুরুল হকের সুযোগ্য সন্তান।






Shares