Main Menu

নবীনগর পৌরসভার ২০২০-২০২১ অর্থবছরের বাজেট ঘোষণা

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ২০২০- ২০২১ অর্থবছরের জন্য ১৬০ কোটি ২৪ লাখ ৫১ হাজার ৭৯৬ টাকা ৭১ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০/০৬) পৌরসভার মেয়রের কক্ষে বাজেট ঘোষণা করেন নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ৩ কোটি ৮৩ লক্ষ ৭৪ হাজার ৮৫৩ টাকা এবং উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে ১৫৬ কোটি ৪০ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা। রাজস্ব খাতে ব্যয় দেখানো হয়েছ ৩ কোটি ৪৬ লক্ষ ৪ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় দেখানো হয়েছে ১৫৭ কোটি ৪০ লাখ ৬৭ হাজার ৭ শত টাকা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে মোট উদ্বৃত্ত ৩৭ লক্ষ ৭০ হাজার ৮৫৩ টাকা এবং উন্নয়ন খাতে উদ্বৃত্ত ১৪ লক্ষ ৮৪ হাজার ৭ শত টাকা প্রস্তাবিত বাজেটে পৌর ভবন শিশুপার্ক অডিটোরিয়াম কসাইখানা সোলার স্ট্রীট লাইট স্থাপন পানি উন্নয়ন বোর্ড কর্তৃক শহর রক্ষা বাঁধ ও রাস্তা নির্মাণ,ড্রেইন নির্মাণ, ব্রিজ ও কালভার্ট নির্মাণ,কবরস্থান ও শ্মশান উন্নয়ন, করোনা ভাইরাস প্রতিরোধ,টএওওচ-ওওও প্রকল্প এর আওতায় এঅচ ও চজঅচ বাস্তবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, বস্তি উন্নয়ন, পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ ও স্যানিটেশন সহ বিভিন্ন খাত অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর বৃন্দ,সাংবাদিক, আওয়ামীলীগ নেতা জসিমউদদীন আহমেদ ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ।






Shares