Main Menu

নবীনগরে ১৩ ইউনিয়নে নৌকার বিদ্রোহী ৫০ জন, বড়িকান্দিতে বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী

+100%-

মিঠু সূত্রধর পলাশ : সারা দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(১১/১১) বিকাল ৫টা পর্যন্ত প্রত্যাহার করার শেষ দিনে চেয়ারম্যান পদে ৮৮জনের মধ্যে ২০ জন, সাধারণ সদস্য ৪৩০ জনের মধ্যে ৩৫ জন, সংরক্ষিত সদস্য (মহিলা) ১২০ জনের মধ্যে ৬ জন তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। ৩জন সাধারণ সদস্য ও ১জন সংরক্ষিত(মহিলা) সদস্য বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এদিকে বড়িকান্দি ইউনিয়নে মো. লুৎফর রহমান (নৌকা) বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হলেও বাকী ১২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে একাট্টা হয়ে লড়ছেন ৫০ জন বিদ্রোহী প্রার্থী।

এছাড়াও ইসলামী আন্দোলন-১০, জাসদ- ২, জাতীয় পার্টি -১, জাকের পার্টি-১ ও বিএনপির ৪ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। ১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে। শুক্রবার প্রতিক বরাদ্দ দেওয়ার পর ভোটের মাঠ চষে বেড়াবেন প্রার্থীরা। ইতিমধ্যেই নৌকার প্রার্থীদের চেয়ে বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনের মাঠ সরগরম করে রেখেছেন। তবে নৌকার পক্ষে দলীয় নেতাকর্মীরা কাজ করলে নৌকার বিজয় সুনিশ্চিত বলে মনে করেন সংশ্লিষ্ট মহল।

উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রতিক নিয়ে প্রতিদ্বদ্বিতা করছেন, মাইনুল হক শিকদার(সলিমগঞ্জ), শামসুজ্জামান খান (শ্যামগ্রাম), সৈয়দ জাহিদ হোসেন (রতনপুর), মো. সৈয়দুজ্জামান (শ্রীরামপুর), আবদুল আল মামুন( নবীনগর পূর্ব), মোঃ ফিরুজ মিয়া(নবীনগর পশ্চিম), আনোয়ার হোসেন (বীরগাঁও), মো.আলী আকবর (রছুল্লাবাদ), মো. মজিবুর রহমান (লাউর ফতেহপুর), আব্দুর রউফ (জিনোদপুর), মো. আবু মুছা( ইব্রাহীমপুর) ও মো.জসিম উদ্দিন আহমেদ (সাতমোড়া ইউপি)।

সাবেক এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল বৃহস্পতিবার যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্য ইউপি নির্বাচনের বিষয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় সকল নেতাকর্মীদের নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীরা প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষ। নৌকার পক্ষে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, শুক্রবার (১২/১১) প্রার্থীদের প্রতিক বরাব্ধ দেওয়া পর প্রার্থীরা জোর প্রচারণা শুরু করেদিয়েছেন। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন গ্রামে গুলিতে সংঘাতের আশংক্ষা করছেন স্থানীয় এলাকার বাসী।এ নির্বাচনকে ঘিরে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থীতি কঠোর করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।






Shares