Main Menu

নবীনগরে সংঘর্ষের ঘটনায় ১৬ নারীসহ গ্রেফতার ২৪

+100%-


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে পাঁচ পুলিশসহ অর্ধশতাধিক লোকজন আহত হওয়ার ঘটনায় ১৬ নারীসহ ২৪জনকে আটক করেছে পুলিশ। রবিবার দিনভর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, পূর্ব বিরোধের জের ধরে উপজেলার বাইশমৌজা এলাকার থানাকান্দি এলাকার কাউছার মোল্লা ও সাদঘর এলাকার কাউছার মাষ্টারের সাথে হাজীর হাটি এলাকার শাহজাহান মেম্বারের সাথে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে গত রমজান মাসে কাউছার মোল্লা ও কাউছার মাষ্টারের ছেলেরা বিদেশে (লেবাননে) শাহজাহান মেম্বারের ছেলে সুমনকে ধরে চোখ উপড়ে ফেলে। এনিয়ে বিভিন্ন সময়ে উভয় পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় শনিবার সকালে উভয় পক্ষের লোকজনের মাঝে বাকবিতন্ডা হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে। সংঘর্ষটি এক পর্যায়ে থানাকান্দি, সাতঘর হাটি, হাজীর হাটি ও গৌরনগরে ছড়িয়ে পড়ে। সংঘর্ষে চার গ্রামের কয়েক হাজার দাংঙ্গাবাজরা অংশগ্রহন করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে বিপুল পরিমান টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এসময় পুলিশের পাঁচ সদস্যসহ উভয় পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম সিকদার জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। দাঙ্গাবাজদের ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৬ জন মহিলা সহ মোট ২৪জনকে গ্রেফতার করেছে।






Shares