Main Menu

নবীনগরে লোকনাথ ব্রহ্মচারীর ১৩২ তম তিরোধান মহোৎসবে আশ্রমের অতিথি ভবনের উদ্বোধন

+100%-

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ধর্মিয় নানা আয়োজনে মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ার পঞ্চবটী লোকনাথ আশ্রমে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩২ তম তিরোধাম মহোৎসব পালিত হয়েছে। মহোৎসবে শুক্রবার সকাল থেকে আশ্রম প্রাঙ্গনে শতশত ভক্তবৃন্দ উপস্থিত হতে দেখা গেছে।
এসময় মহোৎসব উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল।
পঞ্চবটী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কমিটির সভাপতি মানিক বিশ্বাসের সভাপতিত্বে ও সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড সুজিত কুমার দেব, সহ সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, শ্যামগ্রাম বদেশ্বরী মাতা মন্দিরের সাধারণ সম্পাদক লিটন নাগ, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক আলামিনুল হক, সমাজ সেবক বিজয় দেব, ডা. সুবির রঞ্জন সাহা, এড. অনন্ত প্রসাদ, উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম, সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি ফয়জুর রহমান বাদল লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমের অথিতি ভবনের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করেন।
পরে পঞ্চবটী লোকনাথ বাবার আশ্রম কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি সহ স্থানীয় ৪জন ধর্মিয় নেতৃবৃন্দের হাতে সন্মাননা স্মারক প্রদান করা হয়।






Shares