Main Menu

নবীনগরে রাস্তা দখল করে ইমারত নির্মান করায় জনদুর্ভোগের সৃষ্টি

+100%-


মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের লাপাং গ্রামে প্রায় দুইযুগ ধরে চলে আসা জনসাধারণের চলাচলের রাস্তাটি ইমারত নির্মান করে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। ওই এলাকার প্রভাবশালী বাছির মিয়া তার ব্যক্তিগত জায়গা দাবী করে জনসাধারণের চলাচলের রাস্তাটিতে ইমারত তৈরি করে একটি পাড়ার সাথে যোগাযোগ ব্যবস্থার প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

শনিবার(০৬/০৬) সরজমিনে এলাকায় গেলে সাধারণ মানুষ তাদের চলাচলের দুভোর্গের চিত্র তুলে ধরেন।  স্থানীয়রা জানায়, লাপাং গ্রামের মধ্য পাড়া থেকে লাপাং দক্ষিন পাড়া যোগাযোগের দীর্ঘ কয়েক যুগ ধরে ব্যবহৃত রাস্তাটি বাধাঁ দেওয়া স্বত্ত্বেও জোর করে বাছির মিয়া ইমারত তৈরী করেন। দক্ষিন পাড়ায় প্রায় ১২০০ পরিবারের বসতি রয়েছে। তাদের চলাচলের একমাত্র রাস্তা এটি। এই রাস্তার চলাচলের জন্য দঃপাড়া খালের উপর সরকারি ভাবে একটি ব্রীজ নির্মান করে দেওয়া হয়। এই রাস্তার পাশ দিয়ে সরকারি ভাবে পানি নিস্কাশনের জন্য একটি ড্রেইন নির্মান করা হয়েছে। গ্রামের মোসলেম মিয়া,তাজুল ইসলাম, দারু মিয়া মেম্বার, জাহাঙ্গীর মেম্বার, ইসলাম মিয়া,হারুন মিয়াসহ এলাকার অনেকেই বলেন,এটি কারো ক্রয়কৃত সম্পত্তি নয়,রাস্তার জায়গা রেখেই জায়গা বিক্রী করা হয়েছে। এই ইমারত তৈরীর কারনে তারা তাদের পারিবারিক দৈনন্দিন কাজের মালামাল বহন, যাতায়ত, গরু ছাগল নিয়ে মাঠে ময়দানে যাওয়া আসা এবং শস্য কেটে ঘরে নিয়ে আসতে হলে মানুষের বাড়ির উপর দিয়ে অনেক কষ্ট করে যাতায়ত করতে হয়।
এ ব্যাপারে বাছির মিয়া এখানে কোন রাস্তা ছিল না দাবী করে বলেন,এই জায়গাটি তার ক্রয়কৃত সম্পত্তি।






Shares