Main Menu

নবীনগরে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে নতুন ঘর হস্তান্তর

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে দ্বিতীয় ধাপে নতুন ঘর বিতরণ কর্মসূচি মুজিববর্ষের উপহার হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১৫জনসহ মোট পাঁচশতজন ভূমিহীন-গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার দিয়েছেন বুঝিয়ে দেওয়া হয়েছে।

আজ রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দ্বিতীয় ধাপে ভূমিহীন, গৃহহীন এসব পরিবারকে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করার পরপরই নবীনগর উপজেলার ১৫টি পরিবারের মাঝে বিনামূল্যে দুই শতক জমির মালিকানা সহ সেমি পাকা ঘরের দলিলপত্র তুলে দেন নবীনগর উপজেলা প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, সকহারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন মনির, নবীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, থানার অফিসার্স ইনচার্জ আমিনুর রশিদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,গনমাধ্যমকর্মীসহ আরো অনেকে।






Shares