Main Menu

নবীনগরে মুজিব বর্ষ উপলক্ষে ঘর পেলেন ৫৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ ঘর নির্মাণ কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও,কৃষ্ণনগর ও লাউর ফতেহপুর ইউনিয়নের ৫৫ পরিবার জমিসহ ঘর পেয়েছেন।
এ নিয়ে এ উপজেলায় মোট ৬২০ টি গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর এই উপহার পেলেন। গতকাল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করার পর পরই নবীনগর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপস্থিত ৫৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে জমির দলিল ও ঘর হস্তান্তর করেন, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির,বীরমুক্তিযোদ্ধা সামসুল আলম সরকার,নবীনগর পৌরসভার প্যানেল চেয়ারম্যান গনি চাঁদ মকসুদ, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।

এসময় অনুষ্ঠানে আসা ওই ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর হাতে ফুল ও মিষ্টির প্যাকেট দিয়ে বরন করেন উপজেলা প্রশাসন।






Shares