Main Menu

নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মেদ কলেজে শিক্ষাবৃত্তি ও নবীন বরণ

+100%-

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে শনিবার দিনব্যাপী শিক্ষাবৃত্তি ও নবীন বরণ অনুষ্ঠিত হয়।
বৃষ্টি ভেজা সকালে অনুষ্ঠানের উদ্ভোধন করেন মহান ভাষা সৈনিক আব্দুল করিম পাঠান।

নুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি ব্যারিস্টার জাকির আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলরের চেয়ারম্যান বিচারপতি মোঃ মমতাজ উদ্দীন আহমেদ।

নুষ্ঠানে স্বাাগত বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুম।

প্রধান আলোচক হিসেব আলোচনা করেন কর্নেল (অব.) বিশিষ্ট কবি, শিক্ষাবিদ ও ভাষা গবেষক আশরাফ আল দ্বীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজী, ১৪ দলের অন্যতম নেতা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আতাউল্লা খান, ওসি মো: আসলাম শিকদার, প্রেস ক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটন, সাধারন সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, সাজাহান কবির,আল-আমিন খান, এখলাস উদ্দীন পিন্টু।

অনুষ্ঠান শেষে নবীনগরের স্থানিয় সংবাদকর্মীদের সাথে বিশেষ মতবিনিময় সভা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলরের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ।

উল্লেখ্য যে, বেসরকারী পর্যায়ে দেশের অন্যতম বৃহৎ শিক্ষাবৃত্তি ব্যরিস্টার জাকির আহাম্মদ শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত (২০/১০) শুক্রবার লাউর ফতেহপুর ব্যরিস্টার জাকির আহাম্মদ কলেজ, লাউর ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয় ও লাউর ফতেহপুর আর এন টি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে দশটায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।






Shares