Main Menu

নবীনগরে বিধি নিষেধ অমান্য করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

+100%-

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। অথচ বেশিরভাগ জনসাধারণের মধ্যে কোন সচেতনতা দেখা যাচ্ছে না। গতকাল সোমবার (২৬/৭) দুপুরে সেনাবাহিনীর উপস্থিতিতে নবীনগরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বিধি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় সদরের সালাম রোড এবং কোর্ট রোডের পাঁচটি স্বর্ণ ব্যবসায়ীর দোকানে দন্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় পাঁচটি মামলা করেন। এবং ৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন। অভিযান চলাকালীন সময়ে ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন পথচারীদের কে সচেতন হতে এবং সরকারের বিধিনিষেধ মানতে অনুরোধ করেন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে আহ্বান করেন। উল্লেখ্য যে নবীনগরে এ পর্যন্ত মোট আক্রান্ত ১০৮৪, মোট সুস্থ ৫৩০ এবং মৃত্যু বরণ করেছেন ১৭ জন।






Shares