Main Menu

নবীনগরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ- ১৫ শিক্ষার্থী আহত

+100%-

nsনবীনগর প্রতিনিধি : নবীনগর উপজেলায় গ্রীস্মকালীন ফুটবল খেলায় শনিবার বিকালে সেমিফাইনাল খেলায় ফুটবলে শট মারার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রছুল্লাবাদ ইউনিয়নের খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষে উভয় স্কুলের ১৫ শিক্ষার্থী আহত হয়েছে । এদের মধ্যে গুরুত্বর আহত সালাউদ্দিন (১৬), রবিউল্লাহ (১৬), রাফি (১৫), সাইম (১৪), রিমন (১৬), মো: আরিফ (১৩), সবুজ মিয়া (১৬), সায়েম সরকার (১৬) ও জুয়েল (১৭) কে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক ডা: মোহাম্মদ হামীম জানান,শিক্ষার্থীরা শংঙ্কামুক্ত রয়েছে।
স্কুল আন্ত ফুটবল প্রতিযোগীতায় এবার ফাইনাালে ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয় ও রসুল্লাবাদ উচ্চ বিদ্যালয়। ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয় ফুটবল টিম নবীনগর হাই স্কুলে মাঠে আন্ত ফুটবল খেলায় অংশগ্রহন করে দুই গোলে বিজয়ি হলে নগ্নভাবে হামলা চালিয়ে নাজেহাল করে রসুল্লাবাদ স্কুলের কমিটি ও খেলোয়াড়বৃন্দ। লোহার রড,লাঠি,কাঠের চেলি দিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয়ের ছাত্র দের। এ ঘটনায় চরম উত্তেজনা ও আতংক ছড়িয়ে পড়ে। উক্ত স্কুলের শিক্ষক ও ছাত্র বৃন্দ চরম উৎকন্ঠায় আছে।গুরুত্বর আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি ব্যারিস্টার জাকির আহাম্মদ স্কুলের শিক্ষক,ছাত্রদের কে নিরাপদ ও সকল প্রকার ঝামেলামুক্ত থাকার পরামর্শ দিয়েছেন।
আহতদের হাসপাতালে দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম ও থানা অফিসার ইনচার্য ইমতিয়াজ আহম্মেদ ।






Shares