Main Menu

নবীনগরে ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মালিককে এক বছরের কারাদন্ড এবং ০১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড

+100%-

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় মো. রবিন মিয়া নামে এক ড্রেজার মালিক কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় এক (০১) বছরের কারাদন্ড এবং ০১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন (০৩) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জানা যায়, আজ মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ,মোঃ ইকবাল হাসান উপজেলার জিনোদপুর ইউনিয়নের নীলনগর ও জিনোদপুর বাজারের পার্শ্ববর্তী স্থানে সরজমিন গিয়ে অবৈধভাবে কৃষি জমি নষ্ট করে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করার অপরাধে ড্রেজার মালিক মোঃ রবিন কে এই সাজা প্রদান করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত জেলা প্রশাসকের নির্দেশনায় কৃষি জমি রক্ষায় এ অভিযান সার্বিকভাবে তত্ত্বাবধান করেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম।এসময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ,মোঃ ইকবাল হাসান অবৈধ ড্রেজার ও পাইপ বিনষ্ট করেন।






Shares