Main Menu

নবীনগরে প্রথম নারী চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

+100%-
এস এ রুবেল::ব্রাক্ষণবাড়িয়া নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নে দায়িত্ব গ্রহণ করেছেন প্রথম নারী চেয়ারম্যান মৌসুমী আক্তার।
Untitled-111

তিনি গত নির্বাচনে নবীনগর পুর্ব ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী হয়ে অংশ নিয়ে বিজয়ী হন। ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ খায়ের বারীর সহধর্মীনি ছিলেন তিনি। দায়ীত্বে থাকাকালীন সময়ে স্বামীর মৃত্যু হলে তার দেয়া অসমাপ্ত কাজগুলোর বাস্তবায়ন করতে তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন।

১৮ জুলাই সোমবার আনুষ্ঠানিকভাবে উক্ত ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চান মিয়া দাপ্তরিক সকল কার্যক্রম  নব-নির্বাচিত চেয়ারম্যানের নিকট হস্তান্তর করেন। এর আগে মৌসুমী আক্তার (০৮ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত থেকে শপথ গ্রহণ করেছেন।

উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আজিজুল ইসলাম, উপজেলা ভুমি কর্মকর্তা ওয়ালিউল হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি)  ইমতিয়াজ আহম্মেদ পিপিএম, থানা ইন্সপেক্টর (তদন্ত) মেজবাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মমিনুল হক, ওবায়দুল হক লিটন(ভিপি) সহ স্থানীয় বিশিষ্ঠজন ।

এ সময় অত্র ইউনিয়নের বিভিন্ন  ওয়ার্ডের নির্বাচিত সদস্যদের মধ্যে শাকিল হক রুমেন, বিল্লাল হোসেন, আবু হাসেম সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।






Shares