Main Menu

নবীনগরে দুস্থ অসহায় ব্যক্তির মাঝে শাড়ি লুঙ্গী বিতরণ

+100%-

NABI2716নবীনগর প্রতিনিধিঃ:: রবিবার (৩/৭) দুপুর ২টা। বাড়ির ঊঠোনে পা ফেলার জায়গা নেই। হাজারো মানুষের ভিড়ে একে অন্যকে না চিনলেও বছরের ওই একটা দিন সবাই মিলিত হন শফিক মোল্লার বাড়িতে। সবাই এসেছেন ঈদের কাপর নিতে।

কোন ধরাবাঁধা নেই  কাউকে খালি হাতে ফেরানো হচ্ছেনা,যে এসেছেন সেই কাপর নিয়ে ফিরছেন খুশি মনে। কাপর ছাড়াও অনেকে পেয়েছেন নগদ টাকা । নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের ভদ্রগাছা গ্রামের পরিচিত মুখ মোঃ শফিকুল ইসলাম চৌধুরী (সবার কাছে তিনি শফিক মোল্লা নামে পরিচিত) দেশের বাহিরে বেশির ভাগ সময় অবস্থান করলেও তিনি ঈদের আগে গ্রামে আসেন, দুস্থ অসহায় মানুষের মাঝে সাধ্যমত ঈদের কাপর বিলি করেন। কাপর বিতরণ ছাড়াও তিনি অনেকের মাঝে নগত টাকা বিলিয়ে দেন। শফিক মোল্লা জানান নারী পুরুষ মিলিয়ে প্রায় দুই হাজারের (২০০০) মত ব্যক্তির মাঝে শাড়ি লুঙ্গী বিতরণ করেছেন।

সূত্রমতে, নবীনগর পৌরসভা সহ ২১ ইউনিয়নের বহু গ্রাম থেকে অনেকেই পায়ে হেটে কেউবা নৌকায় চড়ে দলে দলে ছুটে আসেন ঈদের কাপর পাবার মনোবাসনা নিয়ে শফিক মোল্লার বাড়িতে। ফিরতি পথে মলিন মুখে তৃপ্তির হাসি বলে দেয় আসার স্বার্থকতা কতটুকু।
শফিক মোল্লা জানান, মানবিক বোধ থেকেই তিনি প্রতিবছর ঈদবস্ত্র বিতরণ করেন। ঈদবস্ত্র বিতরণ কালে শফিকুল ইসলাম চৌধুরী NABI_2716ছাড়াও এতে উপস্থিত ছিলেন, বিটঘর ইউপি চেয়ারম্যান হাজী আবুল হোসেন, সমাজ সেবক হাজি মোঃ হাছান মিয়া চৌধুরী, মোঃ কবির চোধুরী, শাহাদাত চৌধুরী, তানভীর চোধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা এ প্রতিবেদককে জানান, দানবীর বলে খ্যাত শফিক মোল্লা ইতোমধ্যে সামাজিক সেবামুলক কাজের মাধ্যমে ওই এলাকা ছাড়াও আশ পাশের বহু গ্রামের মানুষের মনে গাথা রয়েছেন। তারা আরও জানান, ঈদের কাপর বিতরণ ছাড়াও এলাকার বহু রাস্তাঘাট নির্মাণ এমনকি বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডে শফিক মোল্লার ভুমিকা ছিল মুখ্য।






Shares