Main Menu

নবীনগরে তিতাস নিউজ এর আয়োজনের মহান বিজয় দিবসের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান

+100%-
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :: মহামারি করোনার  স্বাস্থবিধি মেনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জনপ্রিয় তিতাস নিউজ এর আয়োজনে ও নদী নিরাপত্তা সামাজিক সংগঠন নোঙর এর সহযোগীতায় মহান বিজয় দিবস উপলক্ষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত কথা কবিতা গানে গানে বিজয়ের মুক্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতাস নিউজের সম্পাদক সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. একরামুল সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম লালু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা খাইরুল আমিন,নবীনগর  প্রেসক্লাবের সধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, বিশিষ্ট সমাজ সেবক শাহিন রেজা টিটু, সমাজ সেবক কুদ্দুস মিয়া সহ আরো অনেকেই।
এসময় তিতাস কচিকাঁচার মেলার সংগঠক মাধব ঘোষের পরিচালনায় সংগীত পরিবেশন করেন, স্বর্না সরকার তুলি, অনামিকা বনিক জয়ী, আদ্রীতা দাস পূজা, তিন্বি সাহা, শ্রাবন্তী চক্রবর্তী, অন্তরা ভট্টাচার্য, প্রতিভা দাস, দিহান সূত্রধর।  অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন, আবৃত্তিশিল্পী  প্রদীপ আচার্য্য, আবৃত্তি শিল্পী শুভ চক্রবর্তী শুভেন্দু।
অনুষ্ঠানে কৌতুক  ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে দর্শক শ্রোতাদের মাতিয়ে তুলেন  শিল্পী বাবুল মিয়া, মো. জনি, তবলায় ও বাদ্যযন্ত্রে ছিলেন  রাজু আচার্য্য, মোমেন  সহ আরো অনেকেই।
এসময় কথা কবিতা গানেগানে বিজয়ের মুক্ত আলোচনা অনুষ্ঠানটি দর্শক শ্রোতাদের মাতিয়ে রেখেছিলেন ।





Shares