Main Menu

নবীনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

+100%-

মিঠু সূত্রধর পলাশ : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার ১৫ আগষ্ট সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল।

এছাড়াও উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, পুলিশ বাহিনী, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন,নবীনগর প্রেসক্লাব, শিল্পকলা একাডেমি সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেন।

দুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ এবাদুল করিম বুলবুল।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ফয়জুর রহমান বাদলের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাংসদ এবাদুল করিম বুলবুল।

উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির,পৌর মেয়র এড.শিব শংকর দাস,পৌর আওয়ামিলীগের সভাপতি বোরহান উদ্দিন আহামেদ, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক,মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নিয়াজ মোহাম্মদ খান, জেলা আওয়ামিলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহামেদ,জেলা আওয়ামিলীগের সদস্যা গোলাম শাহরিয়ার বাদল,জেলা আওয়ামী লীগের সদস্য জসীম উদ্দীন, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক আলামিনুল হক আলামিন, উপজেলা আওয়ামিলীগের সদস্য কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,সাবেক ভাইস চেয়ারম্যান মোসারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুর রহমান, পৌর আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আমিন সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। পরে কাঙালী ভোজের আয়োজন করা হয়।

এসময় অনুষ্ঠিত শোক সভায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। তবে সিনিয়র নেতৃবৃন্দের হস্থক্ষেপে বিষয়টি তাৎক্ষণিক মীমাংসা হয়ে যায়।






Shares