Main Menu

নবীনগরের কৃতি সন্তান আব্দুর রউফ এর মৃত্যুবার্ষিকী শনিবার

+100%-

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক তদানীন্তন পূর্ব-পাকিস্তান সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত ডাইরেক্টর মরহুম আব্দুর রউফ (নওয়াব মিয়া) এর ২৯তম মৃত্যুবার্ষিকী শনিবার । তিনি জালশুকা প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং অসংখ্য স্কুলের পৃষ্ঠপোষক ছিলেন। এছাড়াও তিনি সমাজ উন্নয়নে তার বিশেষ অবদান রয়েছে। এ উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে গ্রামের বাড়ী নবীনগরের জালশুকা গ্রামের মোল্লাবাড়িতে পবিত্র কোরআনখানি, মিলাদ মাহফিল ও দু:স্থ রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য তিনি তথ্য মন্ত্রণালয়ের গণ-যোগাযোগ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত ডাইরেক্টর জেনারেল আব্দুর রহমানের পিতা। মেডিকেল ক্যাম্পের চিকিৎসা প্রদান করবেন বিশিষ্ট চিকিৎসক ঢাকা সেনানিবাস কর্মিটোলা জেনারেল হাসপাতালের কন্সালটেন্ট আব্দুর রউফ এর নাতি ডা. এ.বি রহমান এর নেতৃত্বে একটি মেডিকেল টিম।






Shares