Main Menu

নদী বাঁচানোর ফেইসবুক লাইভ দেখে সারা দিলেন মেয়র

+100%-

নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার লঞ্ছ ঘাটে অবস্থিত তিতাস নদী কে ময়লা অবর্জনা ফেলে দুষিত করার হাত থেকে রক্ষা করার জন্য তরুণ আইনজীবি ব্যারেস্টার আশরাফের গত ১৬ আগষ্ট শুক্রবার সকালে সামাজিক যোগাযাগ মাধ্যম ফেইসবুক লাইভ করেন।সেখানে তিনি তিতাস নদীকে রক্ষা করার জন্য স্থানিয় মেয়র ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।সে আহবানের প্রেক্ষিতে শনিবার সকালে পৌর এলাকার লঞ্ছ ঘাটে স্থানীয় মেয়র মো. মাঈন উদ্দিন মাঈনু পৌরসভার পরিচ্ছন্নতা কর্মিদের তিতাস নদীর পাড় পরিস্কার করার নির্দেশ দেন। এসময় পরিচ্ছন্নতা অভিযানে তরুণ আইনজীবি ব্যারেস্টার আশরাফ,সাংস্কৃতিক কর্মি মো. জালাল হোসাইন ও ছাত্রলীগ নেতা নাজমুল হাসান জেমসের নেতৃতে সেচ্ছাশ্রমে শতাধিক যুবককেও অংশগ্রহন করতে দেখা যায়।
নবীনগর পৌরসভার মেয়র মো. মাঈনউদ্দিন মাঈনু জানান, নদী রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।তিতাস নদীতে ময়লা না ফেলার জন্য কিছু সাইনবোড টানিয়ে দিবো। এছাড়াও সমাজের যে কোন ভালো কাজে আমি সকল শ্রেণি পেশার মানুষের পাসে থাকবো।






Shares