Main Menu

কোটা সংস্কার ::নবীনগরে বিক্ষোভ ও মানববন্ধন

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শাহবাগের আন্দোলনের সঙ্গে একাত্ততা প্রকাশ করে ও শাহবাগে ছাত্রদের উপর পুলিশি হামলার নিন্দা, কোটা সংস্কারের দাবিতে প্লেকার্ডে বিভিন্ন শ্লোগান লিখে প্রতিবাদ জানিয়ে বুধবার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সরকারী কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসুচি পালন করেছে। নবীনগর সরকারি কলেজ প্রাঙ্গণ হতে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবীনগর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানবন্ধন শেষে পথসভায় জহিরুল ইসলাম শাহিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিপু আহম্মেদ, শাহিন আহম্মেদ, আরিফুল ইসলাম রুবেল, সাইদুল, মুন্নি আক্তার, নিলুফা আক্তার, আবিদ হোসেন প্রমূখ। পথসভায় বক্তরা বলেন, আমরা মুক্তিযোদ্ধার বিপক্ষে নই, আমরা যোগ্য মেধাবীদের পক্ষে। কোটা পদ্ধতি সংস্কার ও ছাত্রদের উপর পুলিশি হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবি জানান সকলেই।






Shares