Main Menu

এক মাসেরও বেশি সময় ধরে জনগুরুত্বর্পূণ নবীনগর থানায় ওসি নেই

+100%-

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:::  ২১টি ইউনিয়নের শতাধিক গ্রাম ও একটি পৌরসভা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় দীর্ঘ একমাসের বেশী সময় ধরে ওসি নেই। গত ২৬ সেপ্টেম্বর বিদায়ী ওসি আকস্মিকভাবে বদলী (স্ট্যান্ড) করা হয়। এর পর থেকে আজ পর্যন্ত নবীনগর থানায় ওসি পদটি শূণ্য রয়েছে।
জানা গেছে, করোনাকালে নবীনগর উপজেলার সার্বিক আইন শৃংখলার চরম অবনতিতে গত ৫ জুলাই নবীনগর থানায় ওসি হিসেবে যোগ দেন ইন্সপেক্টর প্রভাষ চন্দ্র ধর।
এলাকাবাসি জানান, নবীনগর থানায় যোগ দিয়েই ওসি প্রভাষ মাদক ও থানার চিহ্নিত দালালদের বিরুদ্ধে রীতিমত যুদ্ধ ঘোষণা করেন। এ সময় স্থানীয় কিছু প্রভাবশালীদের মাদকের চিহ্নিত আস্তানা গুড়িয়ে দেন তিনি। পাশাপাশি থানায় চিহ্নিত দালালদের আনাগুনা সম্পূর্ণ বন্ধ করে দেন।

জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর ওসি প্রভাষ ধরকে ‘স্ট্যান্ড রিলিজ’ হয়ে গত ২৬ সেপ্টেম্বর নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রুহুল আমীনের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে অন্যত্র বদলী হয়ে যান তিনি। এরপর আজ ২৯ অক্টোবর পর্যন্ত দীর্ঘ একমাসেরও বেশী সময় ধরে নবীনগর থানায় ওসি পদে কেউ যোগদান করেননি।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতই নবীনগর থানায় নতুন ওসি যোগদান করবনে।






Shares