Main Menu

সভাপতি:-প্রভুপাদ গোবিন্দগোপাল গোস্বামী সাধারন সম্পাদক

শ্রীশ্রী হরিভক্তি যুব সভার কেন্দ্রীয় নির্বাহী সংসদ গঠিত

+100%-

গত ১৩ জুন বুধবার নিত্যানন্দ বংশ বিভূষন পাঠক সম্রাট প্রভুপাদ শ্রীল মদনগোপাল গোস্বামীর তিরোভাব তিথি উপলক্ষে শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর চরন পাদুকা প্রথম বারের মত বাংলাদেশ আগমনে শ্রীগৌর স্মরন মঙ্গল সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন শ্রীমন্নিত্যানন্দ কুল তিলক আন্তর্জাতিক ক্ষ্যাতি সম্পন্ন বৈষ্ণব দার্শনিক ভাগবত রত্ন প্রভুপাদ শ্রীল প্রেমগোপাল গোস্বামী মহারাজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল মান্নান,বিভাগীয় কমিশনার চট্টগ্রাম বিভাগ। শ্রী অনিন্দ্য ব্যানার্জী সহকারী হাই কমিশনার ভারতীয় দূতাবাস,চট্টগ্রাম।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড.চন্দন তালুকদার, সাধারন সম্পাদক শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ,কেন্দ্রীয় কমিটি ও লায়ন শ্রী আশীষ কুমার ভট্টাচার্য্য,সাধারন সম্পাদক বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি চট্টগ্রাম বিভাগ।ধর্মীয় আলোচক ছিলেন শ্রীকৃষ্ণদাস বাবাজী,অধ্যক্ষ শ্রীকৃষ্ণানন্দ মঠ চট্টগ্রাম। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শ্রী পান্টুুলাল সাহা,সভাপতি আন্তর্জাতিক শ্রীশ্রী হরিভক্তি প্রচারিনী সভা-বাংলাদেশ,চট্টগ্রাম জেলা শাখা।

উক্ত স্মরন মঙ্গল সভায় শ্রীশ্রী হরিভক্তি যুব সভার সম্মানিত আচার্য্যপাদ শ্রীমন্নিত্যানন্দ বংশাবতংস আন্তর্জাতিক ক্ষ্যাতি সম্পন্ন বৈষ্ণব দার্শনিক,ভাগবত রত্ন প্রভুপাদ প্রেমগোপাল গোস্বামী মহোদয় শ্রীশ্রী হরিভক্তি যুব সভার কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষনা করেন। সভাপতি -নিত্যানন্দ বংশাবতংস প্রভুপাদ শ্রীল গোবিন্দগোপাল গোস্বামী মহারাজ।সাধারন সম্পাদক -শ্রী সুমিত চক্রবর্তী। প্রভুপাদ বলেন, ” গৌর ভাবাদর্শের প্রচার সেবা ব্রতের মাধ্যম” এই হবে হরিভক্তি যুব সভার মূল উদ্যেশ্য। পরে তেত্রিশ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির অনুমোদন করা হয়।।






Shares