রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আজিজুল ইসলাম বাচ্চুর




১ম জানাযায় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির,পৌর মেয়র এড. শিব শংকর দাস,ওসি প্রভাষ চন্দ্র ধর, উপজেলা সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোলসহ মরহুমের পরিবারবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।
জানা যায়,আজিজুল ইসলাম বাচ্চু বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর মরহুমের গ্রামের বাড়ি সোহাতায় ২য় জানাযা শেষে সোহাতা কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।
« চোখে দেখে না, চলাফেরা করতে পারে না বলে বয়স্কভাতা কার্ড করা হয়নি (পূর্বের সংবাদ)