মোটরসাইকেল দুর্ঘটনা, সৌদি যাওয়া হলো না আলাউদ্দিনের




ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, নবীনগরের বিদ্যাকুট দক্ষিণপাড়ার হাবিবুর রহমানের ছেলে আলাউদ্দিন মিয়া। তিনি সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে ব্রাহ্মণবাড়িয়া থেকে এক বন্ধুকে নিয়ে গ্রামের বাড়ি বিদ্যাকুট ফিরছিলেন। পথিমধ্যে শিবপুর রাধিকা সড়কের বিরামপুরের কাছে আলাউদ্দিনের বাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাইকের সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলের থাকাসহ চারজন গুরুতর আহত হন। এদের মধ্যে আলাউদ্দিন মিয়া ও মোহন মিয়াকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
আলাউদ্দিনের প্রতিবেশী বিউটি বেগম বলেন, ‘চলতি মাসেই আলাউদ্দিনের সৌদি আরবে থাকা তার বড় ভাইয়ের কাছে কর্মক্ষেত্রে যোগ দেওয়ার কথা ছিল। তাই বিদেশে চলে যাওয়ার আগে বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করছিল। গত পরশু আলাউদ্দিন নতুন ওই মোটরসাইকেলটি কিনেছিল। আর সেই মোটরসাইকেলেই তার প্রাণ গেল। তার আর বিদেশ যাওয়া হলো না।’
ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে নবীনগরে যাওয়ার পথে রাধিকা-শিবপুর সড়কের বিরামপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আলাউদ্দিন নামের এক যুবক ঘটনাস্থলেই মারা যান। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে
« ব্রাহ্মণবাড়িয়ায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) বিজয়নগরে হেলমেট ও লাইসেন্স বিহীন ৭ আরোহীকে জরিমানা »