Main Menu

মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে এবং আমাদের সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে- সাবেক এমপি ফয়জুর রহমান বাদল।

+100%-

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: মাসব্যাপী জাতীয় শোক দিবস উপলক্ষে জিনদপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত লোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জিনদ পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সহান, নবীনগর সরকারি কলেজের সাবেক জিএস ব্যারিস্টার জাকির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ভিপি আব্দুর রহমান, কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, সাবেক যুগ্ম সম্পাদক মোস্তফা জামাল, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মিজানুর রহমান, সাতমোড়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, হাজী খাইরুল আমিন, উপজেলা যুবলীগ সভাপতি শামস আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রুমান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক সালাউদ্দিন বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ ইউনিয়ন আওয়ামী লীগ,ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নেত্রীর নির্দেশ – আমাদেরকে মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে এবং আমাদের সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে। বক্তাগণ তাদের বক্তব্যে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান।


Shares