Main Menu

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে নৌকা প্রতিকে এবাদুল করিম বুলবুল বিপুল ভোটে বিজয়ী

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকেঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশেই বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন মহাজোট, তথা বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীরা। ইতোমধ্যেই অনেক আসনে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ হয়ে গেছে। যার মধ্যে দেখা যাচ্ছে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবাদুল করিম বুলবুল এই আসনের ১৩৯ কেন্দ্রের সবগুলোয় গণনা শেষে দেখা যাচ্ছে বিপুল ব্যবধানে বিজয়ী হয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। ২ লাখ ৫১ হাজার ৫২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজী নাজমুল হাছান তাপস ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ১১ ভোট। কাজী মামুনুর রশিদ লাঙ্গল প্রতিকে ৫ হাজার ৪৬৮ ভোট। শাহ জিকরুল আহমেদ মশাল প্রতিকে ২ হাজার ৬৮৯ ভোট।মোঃ উসমান গনি রাসেল হাতপাখা প্রতিকে ৩ হাজার ১। মোঃ মেহেদী হাসান মিনার প্রতিকে ১ হাজার ৬ শত ৩ ভোট। শাহীন খান কাস্তে প্রতিকে ৭৪৯ ভোট। মোঃ রশিদ উল্লাহ গোলাপ ফুল ৪৩৯ ভোট। মোঃ তানভীর মনিরুল ইসলাম কুলা ১৪৬। এ কে এম আশারাফুল আলম হারিকেন ৯৭ ভোট পেয়েছেন।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্রিং কর্মকর্তা মোহাম্মাদ মাসুম বেসরকারি ভাবে ফলাফলের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৯১৪ জন।

 






Shares