বন্যার্ত মানুষের পাশে নবীনগর উপজেলা পুজা উদযাপন পরিষদ, দুই লাখ টাকার ফান্ড সংগ্রহ



মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিএসময় পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বন্যার্ত মানুষের জন্য দুই লক্ষ টাকা ফান্ড সংগ্রহ ও আসন্ন শ্রী কৃষ্ণনের জন্মাষ্টমী অনুষ্ঠান কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে। জন্মাষ্টমী অনুষ্ঠানে কোন প্রকার র্যালী না করে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠান উদযাপন করা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আজ শনিবার দুপুরে নবীনগর উপজেলা প্রেসক্লাবে উপজেলা পুজা উদযাপন পরিষদের এক সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নবীনগর উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক এড: বিনয় চক্রবর্তীর সভাপতিত্বে ও সদস্য সচিব সঞ্জয় সাহার সঞ্চালনায় সভা এসময় উপস্থিত ছিলেন মানিক বিশ্বাস, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ সহ উপজেলার বিভিন্ন পুজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
« নবীনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন কেন্দ্রীয় কৃষকদল নেতা একে এম মামুন (পূর্বের সংবাদ)































