Main Menu

প্রবীন আওয়ামী লীগ নেতা এড.সুনীল দেব জীবন আর নেই

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি ,প্রবীন আওয়ামীলীগ নেতা, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুনীল দেব জীবন গতকাল শুক্রবার রাত ৩. ৫০ মিনিটে ঢাকায় পরলোকগমন করেছেন। (দিব্যান লোকান স্বঃ গচ্ছতু) মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ১ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রবীন এই গুণী মানুষটির মৃত্যুতে শোকাহর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, স্থানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল, সাবেক সাংসদ এড জিকরুল আহাম্মেদ খোকন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল,সাধারণ সম্পাদক এম এ হালিম।
এছাড়াও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে নবীনগর কেন্দ্রীয় কালিবাড়িতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এড শিব শংকর দাস, অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য,আওয়ামীলীগের সহ সভাপতি এড সুজিত কুমার দেব, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অজন্ত কুমার ভদ্র,সাধারণ সম্পাদক এড.বিনয় চক্রবর্তী,আওয়ামী লীগ নেতা প্রণয় কুমার ভদ্র পিন্টু, মো. নাছির উদ্দিন, ক্রাউন্সিলর গণি চাঁন মকসুদ, সহ আরো অনেক।
এসময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধা সুনীল জীবন কে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ওইদিন শনিবার বেলা ১২ টায় তার শেষকৃত্য নবীনগর কেন্দ্রীয় মহা শ্মশানে সম্পন্ন হয়।
এসময় এড. সুনিল দেব জীবনের আত্মার শান্তি কামনা সকলে দোয়া/আশির্বাদ চেয়েছেন শোকাহত পরিবারবর্গ।


Shares