Main Menu

পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর হরি নাম

+100%-

পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর হরি নাম” কলিযুগ পাবনাবতার শ্রীগৌর সুন্দরের এই বানীর স্বার্থকতার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছোটে চলেছেন শ্রীগৌর সুন্দরের অন্যতম পার্ষদ প্রেমাবতার শ্রীমন্নিত্যানন্দ প্রভুর চতুর্দশ বংশবিভূষন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৈষ্ণব দার্শনিক,ভাগবতরত্ন প্রভুপাদ শ্রীল প্রেমগোপাল গোস্বামী মহারাজ।

সেই নামপ্রেম প্রচারে কলিযুগের পতিতদের উদ্ধার নিমিত্তে বাংলাদেশ পরিক্রমায় ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলা জেলায় শুভপদার্পন করেছেন প্রভুপাদ শ্রীল প্রেমগোপাল গোস্বামী মহারাজ। গত ৮/১ তারিখে বর্নাঢ্য মটরসাইকেল শুভাযাত্রা ও শত শত লোকের নগর পরিক্রমার মাধ্যমে স্বাগতম জানানো হয় প্রভুপাদ কে। প্রভুপাদের আগমন নবীনগর এখন শুধু আন্তর্জাতিক শ্রীশ্রী হরিভক্তি প্রচারিনী সভার অনুষ্ঠান নয় এখন নবীনগর বাসীর প্রানের অনুষ্ঠান প্রভুপাদের আগমন। গত ৮/৯ জানুয়ারী শ্রীশ্রীরাধামদনমোহন জীউর মন্দির নবীনগর হরিসভায় প্রভুপাদ শ্রবন করালেন কলিরজীবের মুক্তির উপদেশ।সমাগম হয় হাজার ভক্তবৃন্দের। আজ শ্রীমদ্ভাগবত পাঠের শেষ দিন। শ্রীশ্রী হরিভক্তি যুবসভা,নবীনগর উপজেলার সাধারন সম্পাদক সুমিত চক্রবর্তী বলেন,” প্রভুপাদ শ্রীল প্রেমগোপাল গোস্বামী মহারাজের আগমনে উৎসবের আমেজ বিরাজ করছে নবীনগর।প্রভুপাদ যে উপদেশ করছেন তা যদি আমরা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি তবে আমরা মহাপ্রভু শ্রীগৌরসুন্দরের আদর্শে আলোকিত হয়ে জীবন গঠনে সক্ষম হব। আগামী ১৫ তারিখ প্রভুপাদ শ্রীল প্রেমগোপাল গোস্বামী মহারাজের পৌরহিত্যে নিবেদিত হবে চৌষট্টি মোহন্তের ভোগ।যা নবীনগরের সনাতন ধর্মীয় ইতিহাসে প্রথম বার হচ্ছে ।

সকলকে আমন্ত্রন জানাচ্ছি।আপনাদের উপস্থিতি আমাদের মহাপ্রভুর চরনে ক্ষুদ্র প্রচেষ্ঠা স্বার্থক করবে।” আগামী ১৭ জানুয়ারী শ্রী শ্রীকৃষ্ণ মন্দির (গিরিধারী আখড়া) ভোলাচং এ ভাগবতীয় কথা পরিবেশন করবেন প্রভুপাদ।






Shares