নাজমুল হোসেন তাপস’কে বিএনপির মনোনয়ন না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি



মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর থেকে আসন্ন সাংসদ নির্বাচনে কাজী নাজমুল হোসেন তাপস কে ধানের শীষে মনোনয়ন না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দিয়েছেন, নবীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। ১৭মে শনিবার বিকেলে নবীনগর পৌর সদরে বিএনপি নেতা কাজী নাজমুল হাসান তাপসের অনুসারীদের বিশাল মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও নবীনগর থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপস।
এসময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আবু সাঈদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, জেলা বিএনপির সদস্য হযরত আলী, ফোরকান উদ্দিন, সাবেক পৌর মেয়র মাইনুদ্দিন মাইনু, মফিজুল ইসলাম মুকুল, যুবদলের আহবায়ক এমদাদুল বারী প্রমূখ।
উল্লেখ্য – ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে তাতে নবীনগরের ২৭ জন বিভিন্ন পদে স্থান পেয়েছে। ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে সভাপতি এবং সিরাজুল ইসলাম সিরাজকে সাধারণ সম্পাদক করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি।