নবীনগর কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত




এ পার্টনার কংগ্রেস সভায় উপজেলার ৭০ জন কৃষক, ৩০ জন NGO কর্মী, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় ১০ টি লক্ষ্যের উপর সচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়। লক্ষ্য গুলো হল- ১. জিইপি (উন্নত কৃষি চর্চা) গ্রহণের ফলে আবাদি জমির পরিমাণ বৃদ্ধি। ২. উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবনের মাধ্যমে আবাদি জমি বৃদ্ধি। ৩. ধান, ডাল, তেলবীজ ও উদ্যান ফসলের জাত উদ্ভাবন। ৪. মেকানাইজেশন ও সেট প্রযুক্তি ব্যবহার করে নতুন জমি চাষে আনা। ৫. “ফার্মার স্মার্ট কার্ড” এর মাধ্যমে কৃষি পরিষেবা সম্প্রসারণ।
৬. পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে নিরাপদ কৃষিপণ্য উৎপাদন নিশ্চিত করা। ৭. এগ্রি-ফুড উদ্যোগগুলোর মান উন্নয়ন ও সংখ্যা বৃদ্ধি ৮. গবেষণা প্রতিষ্ঠান ও কৃষি সম্প্রসারণ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি। ৯. নির্দিষ্ট কৃষিপণ্যের ভ্যালু চেইন সনাক্ত ও কার্যকরকরণ। ১০. কৃষি তথ্য, বাজার বিশ্লেষণ ও মান উন্নয়ন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের কুমিল্লা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সারোয়ার জাহান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি,
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল করিম,
নবীনগর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খোরশেদুল ইসলাম খোকন, নবীনগর হেফাজত ইসলামের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, নবীনগর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা জসিম উদ্দিন প্রমুখ।
পরে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ /চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
« ব্রাহ্মণবাড়িয়ায় চুন কারখানায় চুরি করে পোড়ানো হচ্ছিল ৪০ লাখ টাকার গ্যাস (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ভারতে কারাভোগ শেষে আখাউড়া দিয়ে দেশে ফিরলেন ১৪ বাংলাদেশি »