Main Menu

নবীনগর উপজেলায় ২৯৭ কৃতি শিক্ষার্থী পেল ব্যারিস্টার জাকির আহাম্মদ শিক্ষাবৃত্তি

+100%-

মিঠু সূত্রধর পলাশ নবীনগর  প্রতিনিধি: বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শনিবার দুপুরে ২৯৭ জন কৃতি শিক্ষার্থীকে প্রদান করা হলো বেসরকারি পর্যায়ে দেশের অন্যতম বৃহৎ ব্যারিস্টার জাকির আহাম্মদ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন। উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: কুমিল্লা জেলার হোমনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মিসেস রেহানা মজিদ, নবীনগরের উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির,এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপুল চন্দ্র বনিক,নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম,অতিরিক্ত পুলিশ সুপার(নবীণগর সার্কেল) মো: মেহেদী হাসান,ওসি রনোজিত রায়,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো:মোকাররম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মুর্শেদ ইসলাম লিটন,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ,সাধারন সম্পাদক মনির হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন প্রমুখ।
এ সময় শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবক ও বিভিন্ন শ্রেনি-পেশার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিনত হয়।

সকল বক্তারা শিক্ষামূলক কর্মকান্ডের জন্য ব্যারিস্টার জাকির আহাম্মদের ভূয়সী প্রশংসা করে বলেন নবীনগরের শিক্ষা বিস্তারে ব্যারিস্টার জাকির আহাম্মদ এক অনন্য মাইলফলক।
ব্যারিস্টার জাকির আহাম্মদ বক্তব্যে নবীনগরের শিক্ষার প্রসারে আমৃত্যু কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, প্রতিবছরের ন্যায় এবারও ব্যারিস্টার জাকির আহাম্মদ শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরিক্ষায় পিইসি,জেএসসি, ইবতেদায়ি ও জেডিসির প্রায় ২ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে মেধার ভিত্তিতে ২ শত ৯৭ জন কৃতকার্য হন।






Shares