নবীনগর অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি সম্মিলন




অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ অপু’র সঞ্চালনায এসময় উপস্থিত ছিলেন, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সহ সভাপতি দার্শনিক মোজাম্মেল হক, সহ সভাপতি বিপুল সাহা, সহ সভাপতি শিক্ষক কামাল হায়দার মাশরেকী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (জিল্লুর রহমান),
সহ সভাপতি রতন চন্দ্র, যুগ্ম সাধারণ সম্পাদক বর্ষন ফারহান বাবুল, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, অর্থ সম্পাদক টিটন চন্দ্রপাল, মাহাবুব মোর্শেদ, খলিলুর রহমান, হরিপদ দাস, জাহাঙ্গীর আলম, প্রদীব আর্চায্য, শ্যামল বর্মন শিমুল, নাছির উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত অনলাইন অ্যাক্টিভিস্টগন সিলেটের বন্যাকবলিত মানুষদের পাসে দাঁড়ানোর জন্যা ফান্ড সংগ্রহ করার আহবান জানান।
« সরাইলে প্রায় ২৫ মন ওজনের ষাড় (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) বিজয়নগরে বন্যার পানিতে ডুবে গেছে অনেক গ্রাম, ত্রানের জন্যে হাহাকার করছে কয়েক হাজার মানুষ »