নবীনগরে ৪টি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা




রোববার সকালে তিনি বলেন, ‘কয়েক বছর ধরে গ্রামের বাড়িতে থাকি না। গ্রাম্য দলাদলির কারণে মিথ্যে মামলায় একাধিক বার জেলও খেটেছি। পরে মনের কষ্টে গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী চর গোসাইপুরে সপরিবারে কয়েক বছর ধরে বসবাস করছি।’
জাহাঙ্গীর আলম বলেন, ‘তবে গ্রামের বিশাল বাড়িতে ৩ ভাই পরিবার-পরিজন নিয়ে থাকেন। শনিবার রাতের আঁধারে দুর্বৃত্তরা বাড়িতে আকস্মিক ভাবে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে ৪টি ঘর ক্ষতিগ্রস্ত হয়।’
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নবীনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, ঘটনাটি শোনার পরই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখনো এ বিষয়ে মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।।
« নবীনগরে ভিমরুলের কামড়ে স্কুল শিক্ষিকা’র মর্মান্তিক মৃত্যু (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নাসিরনগরে সীমানার বিরোধের জেরে দু’দলের সংঘর্ষ, আহত ৪ »