Main Menu

নবীনগরে ২২ শতক জমিতে ১৪৪ ধারা

+100%-

144ashuganj
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ২২শতক জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই নেতার বিরোধের জের ধরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শনিবার বিকেল ৫টা থেকে এই আদেশ জারি করা হয়।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল ইসলাম জানান, স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন জায়গা দখলকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-৩ আব্দুর রহমান ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আমিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারা দুজন চাচাতো ভাই। বিরোধ মীমংসার জন্য শনিবার দুপুরে সালিসের আয়োজন করা হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় পুলিশের এক কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার খবর পাওয়া গেছে, তবে তার সত্যতা যাচাই সম্ভব হয়নি। এতে আইনশৃলা অবনতির আশঙ্কায় প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে।

ইউএনও আরও জানান, থানা পুলিশের অনুরোধে এ বিশেষ ধারা জারি করা হয়েছে যা পরবর্তী নিদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।






Shares