নবীনগরে ২শ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার




গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী বাক্কারের বাড়িতে অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বাক্কার বহুদিন যাবৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। নবীনগর থানার ওসি মো.আমিনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ বিষয়ে নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
« নবীনগর বড়াইল ইউনিয়নে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান (পূর্বের সংবাদ)