Main Menu

নবীনগরে সড়ক সংস্কারের দু’মাসেই ধ্বসে পড়ছে

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর-বাঞ্ছারামপুর উপজেলার যোগাযোগের একমাত্র সড়কটি সংস্কারের দু’মাসেই পিচ ধ্বসে পড়ছে।
সরজমিনে গিয়ে দেখা যায়,উপজেলার শ্যামগ্রাম মোড়ের কাছে সড়কটির অনেক স্থানের পিচ ধ্বসে পড়ছে।এতে করে অল্পকিছুদিনের মধ্যেই চলা চলের অনুপযোগী হয়ে পড়বে নবীনগর টু বাঞ্ছারামপুর দিয়ে সড়ক পথে ঢাকায় যাতায়তের এই জনগুরুত্বপূর্ণ এই রাস্থাটি।
স্থানীয় এলাকাবাসীর দ্রুত এই সড়কটির সংস্কারের দাবি জানিয়ে বলেন, স্থানীয় চেয়ারম্যান ও প্রশাসনের অবহেলা এবং নিড়ব দৃষ্টিই আমাদের জন-জীবনে ভোগান্তী নিয়ে আসবে। স্থানীয় চেয়ারম্যানকে এ বিষয়ে জানানো হয়েছে,তিনি সরজমিনে দেখেও গেছেন। রিটার্নিং ওয়াল নির্মান না হলে সড়ক টি কদিনের মধ্যেই ধ্বসে পড়বে।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান আমির হোসেন বাবুল জানান, সড়কটি কিছু জায়গার পিচ ধ্বসে পড়ায় আমরা তাৎক্ষনিক কিছু বালির বস্তা ফেলেছি।স্থায়ী ভাঙ্গন রোধে রিটার্নিং ওয়ালের করা দরকার। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।






Shares