Main Menu

নবীনগরে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক দূর্ঘটনায় শান্ত(৫) নামে এক শিশুর শিশুর মৃত্যু হয়েছে। সে নবীনগর পৌর এলাকার ভোলাচং ৯নং ওয়ার্ডের সিএনজি চালক মো. জামাল মিয়ার ছেলে। গতকাল শনিবার বিকেলের দিকে উপজেলার নবীনগর-কম্পানিগঞ্জ সড়কের পৌরএলাকার ভোলাচং সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়,শান্ত ওই সময় রাস্তার পাশ দিয়ে বাড়িতে যাওয়ার সময় একটি বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় সে রাস্তার পাসে ছিটকে পড়ে। পড়ে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লায় রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।


Shares